আমার মুক্তি নিয়ে কি হবে মা (amar mukti niye ki hobe ma)
আমার মুক্তি নিয়ে কি হবে মা, (মাগো) আমি তোরেই চাই
স্বর্গ আমি চাইনে মাগো, কোল্ যদি তোর পাই॥
(মাগো) কি হবে সে মুক্তি নিয়ে,
কি হবে সে স্বর্গে গিয়ে;
যেথায় গিয়ে তোকে ডাকার আর প্রয়োজন নাই॥
যুগে যুগে যে লোকে মা প্রকাশ হবে তোর
(আমি) পুত্র হয়ে দেখব লীলা এই বাসনা মোর।
তুই, মাখাস্ যদি মাখ্ব ধূলি,
শুধু তোকে যেন নাহি ভুলি;
তুই, মুছিয়ে ধূলি নিবি তুলি বক্ষে দিবি ঠাঁই॥
- ভাবসন্ধান: মাতৃরূপিণী শ্যামাকে পাওয়ার জন্য ভক্তের তীব্র আকাঙ্ক্ষা এই গানে উপস্থাপিত হয়েছে। সবাই সকল বন্ধন থেকে মুক্তি লাভের আশায় শ্যামার আরাধনা করেন। কিন্তু এই সাধক শুধু শ্যামাকে মাতৃরূপেই পেতে চান। তাঁর কাছে স্বর্গ সুখের চেয়েও উত্তম আশ্রয় স্থল শ্যমার কোল (আশ্রয়)। সাধক মনে করেন যে স্বর্গে মাতৃনাম অর্থহীন, সে স্বর্গে গিয়ে তাঁর কোনো লাভ নেই।
সাধকের ইচ্ছা লীলাময়ী মায়ের যে অপার লীলা যুগে যুগে প্রকাশিত হয়, মায়ের কোলে থেকে তিনি তাঁর সবকিছু উপভোগ করবেন। যদি তিনি পুত্ররূপী সাধককে কলুষিত করতে চান, তিনি তাও সাগ্রহে গ্রহণ করবেন। তাতে তিনি শ্যামাকে ভুলে যাবেন না। কারণ তিনি জানেন অবশেষে সকল কালিমা দূর করে, তিনিই তাঁকে মাতৃস্নেহে বক্ষে তুলে নেবেন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ২ মাস।
- রেকর্ড:
- এইচএমভি। আগষ্ট ১৯৩৭ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪)। এন ৯৯৩৮। সুধীর দত্ত। [শ্রবণ নমুনা]
- এইচএমভি। অক্টোবর ১৯৪৬ (আশ্বিন-কার্তিক ১৩৫৩)। এন ২৭৬৩৩। শিল্পী মৃণাল কান্তি ঘোষ। সুরকার: চিত্ত রায় [শ্রবণ নমুনা]
- গ্রন্থ:
- রাঙা জবা। কাজী নজরুল ইসলাম। প্রথম সংস্করণ। হরফ প্রকাশনী, কলিকাতা [১৪ এপ্রিল ১৯৬৬)। ১লা বৈশাখ ১৩৭৩] গান সংখ্যা ৪৯। পৃষ্ঠা: ৫৭।
- নজরুল-রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ সপ্তম খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা। কার্তিক ১৪১৯/নভেম্বর ২০১২] গান সংখ্যা ৮০। পৃষ্ঠা: ২৬০।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৮০৯]
- নজরুল সঙ্গীত স্বরলিপি পঁচিশতম খণ্ড। স্বরলিপি: সালাউদ্দিন আহমেদ [নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র ১৪১২/আগষ্ট ২০০৫] পৃষ্ঠা: ১৪-১৮। [নমুনা]
- নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে । স্বরলিপিকার: ইদ্রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৯৭-১০১ [নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সালাউদ্দিন আহমেদ। ১৯৩৭ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: সুধীর দত্ত] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি পঁচিশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে।[নমুনা]
- ইদ্রিস আলী। ১৯৪৬ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মৃণালকান্তি ঘোষ] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
- পর্যায়: