আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয় (allah namer shirni tora ke nibi)

        আল্লা নামের শিরনি তোরা কে নিবি কে আয়।
মোরা  শিরনি নিয়ে পথে হাঁকি (নিতে) কেহ নাহি চায়॥
            এই  শিরনির গুণে ওরে শোন
                  শিরিণ্ হবে তোর তিক্ত মন রে
        রাঙা হবে ভাঙা হৃদয় এই শিরনির মহিমায়॥
        ধররে প্রাণের তশ্‌তরি তোর আরশ পানে মেলে,
        খোদার খিদে মিটবে রে ভাই এই শিরনি খেলে।
                তোদের পেট পুরিলি ধূলামাটি খেয়ে
                করলি হেলা আল্লার নাম পেয়ে
তোরা  কাবা পাবার দরজা পাবি আয় আল্লা নামের দরজায়॥

  • ভাবসন্ধান: ধর্মীয় উৎসবে উৎসর্গীকৃত পায়েস জাতীয় খাদ্য হলো-শিরনি। কবি এই গানে আল্লাহর নামকেই শিরনি নামে অভিহিত করেছেন। মূলত এই গানের মধ্য দিয়ে এক এবং অদ্বিতীয় আল্লাহর নামে ইসলাম ধর্ম গ্রহণের ডাক দেওয়া হয়েছে।

    আল্লাহর নামে তাঁর এই ডাক শুনলে বা বাণী গ্রহণ করলে,  নামের গুণেই তিক্ত মন হয়ে উঠবে শিরিন (সবিশেষ মনোরম), আশাহত ভাঙা মন হয়ে উঠবে রঙিন। আল্লাহর এই শিরনি নেওয়ার জন্য আরশের দিকে (সপ্ত আসমানে অবস্থিত আল্লাহর আসন) প্রাণের তশতরি মেলে ধরতে বলা হয়েছে। কবি মনে করেন, প্রেমের এই তশতরিতে, আল্লাহকে পাওয়ার বা তাঁর প্রতি প্রেমের ক্ষুধা মিটে যাবে।

    আল্লাহর নামের শিরনি পেয়েও- অবহেলা করে তা ফিরিয়ে দিয়ে, এই দুনিয়ার লোভ লালাসার ধুলোমাটি-সম জঞ্জাল খেয়ে মানুষ তার দেহ ও প্রাণের ক্ষুধা মেটাতে উদ্গ্রীব। পরম তীর্থগৃহ বা আল্লাহর ঘর হিসেবে স্বীকৃত মনের কাবার দরজা সবার জন্য উন্মুক্ত হয় না। একমাত্র আল্লাহর নামের গুণেই হৃদয় কাবার যাওয়ার দরজার সন্ধান পাওয়া যায়।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ -ভাদ্র ১৩৪৮) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪২ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ১১১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৪০।
     
  • রেকর্ড: টুইন। আগষ্ট ১৯৪১ (শ্রাবণ -ভাদ্র ১৩৪৮)।  এফটি ১৩৬২৯। শিল্পী: দেলোয়ার হোসেন ও আশরাফ আলী
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম। হামদ।
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • রাগ: ভীম পলশ্রী
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: গা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।