আসিলে কে গো বিদেশি দাঁড়ালে মোর আঙিনাতে (asile ke go bideshi)

রাগ : দেশী টোড়ি মিশ্র, তাল : কাহার্‌বা

আসিলে কে গো বিদেশি দাঁড়ালে মোর আঙিনাতে।
আঁখিতে ল'য়ে আঁখি-জল লইয়া ফুল-মালা হাতে॥
জানি না চিনি না তোমায় কেমনে ঘরে দিব ঠাঁই
অমনি আসে তো সবাই হাতে ফুল, জল নয়ন-পাতে॥
কত সে প্রেম-পিয়াসি প্রাণ চাহিছে তোমার হাতের দান।
কাঁদায়ে কত গুলিস্তান আমারে এলে কাঁদাতে।
ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়ন-জলে
ভুলিয়া জীবনে একদিন আজিও জ্বলি জ্বালাতে॥

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশী টোড়ি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৫-২৬।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ২১।  দেশী টোড়ি মিশ্র-কার্ফা।পৃষ্ঠা: ২৩৭]
  • রেকর্ড: মেগাফোন [১৯৩৪-১৯৩৫)]। জেএনজি ১১৫। শিল্পী: পারুল বালা (গোজী)। রাগ দেশী টোড়ী মিশ্র। গজল। তাল: কাহারবা [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: গজল
    • রাগ: দেশী মিশ্র টোড়ী
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।