আসিলে কে গো বিদেশি দাঁড়ালে মোর আঙিনাতে (asile ke go bideshi)

আসিলে কে গো বিদেশি দাঁড়ালে মোর আঙিনাতে।
আঁখিতে ল'য়ে আঁখি-জল লইয়া ফুল-মালা হাতে॥
জানি না চিনি না তোমায় কেমনে ঘরে দিব ঠাঁই
অমনি আসে তো সবাই হাতে ফুল, জল নয়ন-পাতে॥
কত সে প্রেম-পিয়াসি প্রাণ চাহিছে তোমার হাতের দান।
কাঁদায়ে কত গুলিস্তান আমারে এলে কাঁদাতে।
ফুলে আর ভোলে না মোর মন, গলে না নয়ন-জলে
ভুলিয়া জীবনে একদিন আজিও জ্বলি জ্বালাতে॥

  • পাঠভেদ: গুলবাগিচা-তে এই গানের শেষে আরও তিনটি পঙ্‌ক্তি আছে।

পাষাণের বুকে নদী বয়, যে পাষাণ সে পাষাণই রয়,
ও শুধু প্রতারণার ছল, নয়নে নীর, নিঠুর হৃদয়।
আমারে মালারি মতন দলিবে নিশি-প্রভাতে॥

  • ভাবানুসন্ধান: কবি তাঁর আপন মনোজগতে আপনাকে নিয়ে বিভোর ছিলেন। হঠাৎ সে জগতে পরমপ্রভু এলেন বিদেশীর মতো। কবির বিরহের সকল দুঃখকে হরণ করে, তিনি এলেন প্রেমের ফুল দিয়ে বরণ করার জন্য।

    কবির কাছে পরমপ্রভুর অচেনা। মনের কোন ঘরে তাঁকে ঠাঁই দেবেন এ নিয়ে কবির সংশয়। কারণ এর আগে নানা ছলে, প্রণয় অশ্রুতে নয়ন সজল করে।  কিন্তু শেষ পর্যান্ত তিনি পরমপ্রভুকে হয়তো খুঁজে পান নি, তাই হয়তো তাঁর এ সংশয়।

    কতজন এই পরম প্রভুর প্রেমের প্রত্যাশা প্রতীক্ষায় রয়েছে, তাঁর প্রেম-পুষ্প পাওয়ার জন্য। হয়তো তাঁদের সে বাসনা অপূর্ণ রেখে, তিনি এসেছেন কবির দুয়ারে। কবির সংশয় যায় না। তিনি মনে করেন তাঁর পরম প্রভুর প্রেমার্ঘ্য হয়তো ছলনা। তাই তাঁর দেওয়া প্রেম-পুষ্প বা তাঁর প্রেম-করুণ অশ্রুতে তিন আস্থা রাখতে পারেন না। বিগত দিনে একবার এরূপ প্রেমে আস্থা রেখে তিনি যে ভুল করেছিলেন, তারই বিরহ-জ্বালায় প্রতি নিয়ত তিনি জ্বলছেন। তাই কবির কাছে পরমপ্রভু শেষ পর্যন্ত বিদেশীই থেকে যান।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশী টোড়ি মিশ্র-কার্ফা। পৃষ্ঠা: ২৫-২৬।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ২১।  দেশী টোড়ি মিশ্র-কার্ফা।পৃষ্ঠা: ২৩৭]
  • রেকর্ড: মেগাফোন [১৯৩৪-১৯৩৫)]। জেএনজি ১১৫। শিল্পী: পারুল বালা (গোজী)। রাগ দেশী টোড়ী মিশ্র। গজল। তাল: কাহারবা [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মদর্শন। ইসলাম। সুফিদর্শন। প্রেম।
    • সুরাঙ্গ: গজল
      • রাগ: দেশী মিশ্র টোড়ী
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।