এলো এলো রে বৈশাখী ঝড় (elo elo re boishakhi jhor)

এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে,
ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর।
পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর॥
ঘনবন-কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি,
সভয়ে নত চরণে ভীতা বসুমতী।
সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জির যেন বাজে বাজে রে
পায়ে গিরি-নির্ঝর-ঝরঝর ঝরঝর॥
ধূলি-গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী,
ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে
এলো ছন্দ বন্ধন-হারা এলো রে
এলো মরু-সঞ্চর বিজয়ী বীরবর॥

  • ভাবার্থ: কবি এই গানটিতে কাল-বৈশাখি ঝড়ের রূপকে দেখলেছেন ভয়ঙ্কর সুন্দরের রসগ্রাহী হয়ে। প্রকৃতির ভয়ঙ্কর রূপের সাথে যখন সৌন্দর্যের প্রকাশ ঘটে- নন্দনত্ত্বের ভাষায় তখন তাকে বলা হয় সাবলাইম বা ভয়ঙ্কর সুন্দর। বৈশাখি ঝড়ের ভয়ঙ্কর রূপের ভিতরে যে সৌন্দর্য বিরাজ করে, কবি তাকে বলেছেন মহীয়ান সুন্দর। জল, স্থল বনভূমিতে প্রবাহিত এই ভয়ঙ্কর রূপের ভিতরে কবি মূলত তাণ্ডবনৃ্ত্যের মহীয়ান সৌন্দর্যককে অনুভব করেছেন।

    এই ঝড়ের আঘাতে ঘনবন যেন পৃথিবীর নম্র কেশরাশি দিয়ে ঝড়-দেবতার পায়ে সভয়ে প্রণতি জানায়। সাগরতরঙ্গের ভিতরে বাজে ঝড়ের তাণ্ডবনৃত্যের নূপুর, পারব্ত্য ঝর্নার জলধারার পায়ে তার অনুরণন ধ্বনিত হয়। স্থলভূমির গৈরিক ধূলিমেঘ যেন ঈশান গগনকে চুম্বন করে। ঝড়ের মেঘগর্জন, প্রবল বায়ু প্রবাহ এবং বিনাশী শব্দ কবির কাছে হয়ে উঠেছে তাণ্ডবনৃত্যের সঙ্গতকারী ডম্বরু, ঝল্লরী, ঝাঁঝরে ঝনঝন সঙ্গীত-ধ্বনি। আগত এই ঝড় যেন ছন্দ-বন্ধনহীন রূপে মরুসঞ্চরী বিজয়ী বীরের বিজয়গৌরবে মহীয়ান হয়ে আত্মপ্রকাশ করেছে।  

    ঝড় প্রকৃতির একটি জাগতিক বিষয়। কিন্তু বৈশাখি ঝড় গ্রীষ্মকালের অংশীভূত। তাই গানটিকে প্রকৃতির জাগতিক বিষয় হওয়া সত্ত্বেও গ্রীষ্মের গান হিসেবে বিবেচনা করা যেতে পারে।

     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১) মাসে,  এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
     
  • গ্রন্থ: গানের মালা [২৩ অক্টোবর ১৯৩৪, মঙ্গলবার ৬ কার্তিক ১৩৪১] গানের মালা -৬০
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৪ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)। এন ৭২২৮। শিল্পী: পারুল সেন]  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। চতুর্থ গান] [নমুনা]
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি (ঋতু, গ্রীষ্ম)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।