ছ ( বর্ণানুক্রমিক সূচি )
ছড়ায়ে বৃষ্টির বেলফুল
ছন্দের বন্যা হরিণী অরণ্যা
ছন্নছাড়া বেদের দল
ছয় লতিফার ঊর্দ্ধে আমার
ছল্কে গাগরি গোরী ধীরে ধীরে যাও
ছলছল চোখে কে তুমি বালিকা
ছলছল নয়নে মোর পানে চেয়ো না
ছাড় ছাড় আঁচল বঁধু
ছাড়িতে পরান নাহি চায়
ছাড়িয়া যেয়ো না আর
ছি ছি ছি কিশোর হরি হেরিয়া লাজে মরি
ছি ছি ভ্রমর, লাজ লাগে না, বাসিফুলে কি মধু মেলে
ছি ছি সই, সে কালা বই, চিন্তা নাই আর
ছিটাইয়া ঝাল নুন এলো ফাল্গুন মাস
ছিনু পাহাড়ি মেয়ে, ছিনু বনের পাখি
ছেড়ে দাও মোরে আর হাত ধরিও না
ছেলের হাতে দড়ি বেঁধে স্তন দেয় এক নারী
ছোটসা দেওরা তরহাদার