ঝ ( বর্ণানুক্রমিক সূচি )
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে
ঝড়-ঝঞ্ঝার ওড়ে নিশান
ঝড়ের বাঁশিতে কে গেলে ডেকে
ঝর ঝর অঝোর ধারায় ঝুরছে মনে
ঝর ঝর ঝরে শাওন ধারা
ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া
ঝরল যে ফুল ফোটার আগে
ঝরা ফুল দ'লে কে অতিথি
ঝরা ফুল-বিছানো পথে এসো বিজন-বাসিনী
ঝরিছে অঝোর বরষার বারি
ঝরে ঝর ঝর কোন্ গভীর গোপন
ঝরে বারি গগনে ঝুরু ঝুরু
ঝর্ঝর নির্ঝর ধারা বহে ,পাহাড়ি পথে
ঝরিছে অঝোর বরষার বারি
ঝরে ঝর ঝর কোন্ গভীর গোপন
ঝরে বারি গগনে ঝুরু ঝুরু
ঝলমল জরীণ বেণী দুলায়ে
ঝাঁকড়া-চুলো তালগাছ তুই
ঝাঁপিয়া অঞ্চলে কেন
ঝিল্লী নূপুর বাজে
ঝিলের জলে কে ভাসালো
ঝুমকো লতায় জোনাকি
ঝুমকো লতার চিকন পাতায়
ঝুম্ঝম্ ঝুমরা নাচ নেচে কে এলো গো
ঝুমুর নাচে ডুমুর গাছে
ঝুলন ঝুলায়ে ঝাউ ঝক্ ঝোরে
ঝুলনের এই মধু লগনে
ঝুলনের হিন্দোলা দোলে
ঝুলে কদমকে ডারকে ঝুলনা