ফ ( বর্ণানুক্রমিক সূচি )

ফণির ফণায় জ্বলে মণি 
ফাগুন ফুরাবে যবে 
ফাগুন বেলায় এলে তুমি 
ফাগুন বেলায় বুঁইচি বনে
ফাগুন-রাতের ফুলের নেশায়
ফিরদৌসের শিরনি এলো
ফিরি করে ফিরি আমি 
ফিরি পথে পথে মজনুঁ দীওয়ানা 
ফিরিয়া এসো, এসো হে ফিরে 
ফিরিয়া যদি সে আসে 
ফিরিয়ে দে মা ফিরিয়ে দে 
ফিরে আয় ওরে ফিরে আয় 
ফিরে আয় ভাই গোঠে কানাই 
ফিরে এলো সেই কৃষ্ণাষ্টমী তিথি 
ফিরে এসো ফিরে এসো প্রিয়তম 
ফিরে গেছে সই এসে (নন্দকুমার)
ফিরে নাহি এলে প্রিয় 
ফিরে ফিরে কেন তারই স্মৃতি 
ফিরে ফিরে দ্বারে আসে যায় 
ফিরে যা সখি ফিরে যা ঘরে 
ফিরে যাও গৌর সুন্দর চঞ্চল মতি
ফুটফুটে ঐ চাঁদ হাসে রে 
ফুটল গোলাপ ফুলের কুঁড়ি দেখবি যদি আয় 
ফুটলো যেদিন ফাল্গুনে হায় 
ফুটলো সখি বিরহেরি গুলবাগে 
ফুট্‌লো সন্ধ্যামণির ফুল 
ফুটিল মানস-মাধবী-কুঞ্জে (মম মানস-মাধবীলতার) 
ফুরাবে না এই মালা গাঁথা
ফুরিয়ে এলো রমজানেরি মোবারক মাস 
ফুল কিশোরী জাগো জাগো 
ফুল চাই -চাই ফুল টগর চম্পা 
ফুল তুলিব সাজি ভরে 
ফুল-ফাগুনের এলো মরশুম
ফুল ফুটেছে কয়লা-ফেলা ময়লা টবে 
ফুলবনে যদি বসন্ত এলো 
ফুল বীথি এলে অতিথি
ফুলভরা গুলবাগে ঐ গাহে বুলবুল 
ফুলমালিনী ! এনেছ কি মালা 
ফুলে পুছিনু, বল বল (আল্লাহু! আল্লাহু)
ফুলে ফুলে বন ফুলেলা 
ফুলের জলসায় নীরব কেন কবি 
ফুলের বনে আজ বুঝি সই 
ফুলের বনে ফুলের সনে 
ফুলের বাসে মন রাঙিল 
ফুলের হাওয়া যা রে ছুটে 
ফোটা ফুল কে নিবি আয় 
ফোটে কমল কেমনে ক'রে 
ফোরাতের পানিতে নেমে

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।