য ( বর্ণানুক্রমিক সূচি )

যখন আমার কুসুম ঝরার বেলা
যখন আমার গান ফুরাবে
(যখন) প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে
যত দিন রবে প্রাণের প্রদীপ
যত নাহি পাই দেবতা তোমায়
যত ফুল তত ভুল কণ্টক জাগে
যদি অবেলায় এলে প্রিয়ে

যদি আমি তোমায় হারাই
যদি বুদ্ধির শ্রীবৃদ্ধি চাও
যদি শালের বন হতো
যবে আঁখিতে আঁখিতে ওরা
যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম

যবে ভোরের কুন্দকলি মেলিবে আঁখি
যমুনা-কূলে মধুর মধুর মুরালি
যমুনা সিনানে চলে তন্বী মরাল

যমুনাকে তীরপে স্যখিরি সুনি ম্যায়
যা যা লো বৃন্দে মথুরাতে
যা সখি যা তোরা গোকুলে ফিরে
যাই গো চলে যাই না-দখা লোকে জানিতে চির অজানায়
যাই যাই রাজপথে শিশু আনিবারে
যাও বীর যাও তুমি
যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে

যাও যাও তুমি ফিরে
যাও হেলে দুলে এলোচুল
যাক না নিশিগানে গানে (আজকে গানের বান ডেকেছে)
যাদের তরে এ সংসারে খাট্‌নু জনম-ভোর
যাবার বেলায় ফেলে যেও
যাবার বেলায় মিনতি আমার
যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান
যাবি কে মদিনায় আয় ত্বরা করি
যাবো মুনির তপোবনে
যায় ঝিলমিল ঢেউ তুলে
যায় ঢু’লে ঢু’লে এলোচুল কে বিষাদিনী
যার তরিবার আশা নাই
যার মেয়ে ঘরে ফিরল না আজ
যার হৃদয়ে আল্লার নাম সদাই
যারা আজ এসেছে (ওরা আমার কেহ নয়)

যারে আঘাত দিয়ে ফিরায়ে দিয়েছ তুমি
যারে হাত দিয়ে মালা দিতে পার নাই
যাস্‌নে মা ফিরে, যাস্‌নে জননী ধরি দুটি রাঙা পায়
যাহা কিছু মম আছে প্রিয়তম
যীশখ্রীষ্টের নাই সে ইচ্ছা
যুঁই কুঞ্জে বন-ভোমরা কেন গুঞ্জে
যুগ যুগ ধরি লোকে লোকে মোর
যুগ যুগ সে
যুগল মুরতি দেখে জুড়ালো আঁখি
যূথিকা মাধবী মল্লিকা লহ
যুদ্ধের কৌশল আছে জানা
যে অঙ্গুলিতে রঙ গুলিয়েছ
যে অবহেলা দিয়ে মোরে

যে আল্লার কথা শোনে তারি কথা শোনে লোকে

যে কালীর চরণ পায় রে
যে দুর্দিনের নেমেছে বাদল তাহারি বজ্র শিরে ধরি
যে নামে ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত তোরে
যে পথ দিয়ে নিত্য তোমার হয় যাওয়া আসা
যে পাষাণ হানি বারে বারে তুমি
যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি

যে ব্যথায় এ অন্তর-তল নিশিদিন উঠিছে দুলে
যে রসুল বলতে নয়ন ঝরে
যেতে নারি মদিনায় আমি হে প্রিয় নবী
যেথা যাই সেথা শুনি
যেদিন রোজ হাসরে করতে বিচার
যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে 
যেন দুধ সাগরের ননী দিয়ে
যেন ফিরে না যায় এসে

যেন ভোরে জাগি তব নাম গেয়ে
যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল
যেয়ো না সুন্দরী লো প্রাণ
যোগী শিব শঙ্কর ভোলা দিগম্বর
যৌবন ঢেউ এসে লাগিল
যৌবন-তটিনী ছুটে চলে 

যৌবন সিন্ধু টলমল
যৌবনে যোগিনী, আর কতকাল র’বি অভিমানিনী
যৌবনে যোগিনী সাজিয়া লো সজনী
যৌবনের বনে মোর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।