র ( বর্ণানুক্রমিক সূচি )

রক্ষাকালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে
রক্ষার ছেড়ে দে আশা মম সদনে
রঘু কুলপতি রামচন্দ্র আওধকে অধিকারী
রঙ-মহলের রঙ-মশাল মোরা
রঙ্গিলা আপনি রাধা তারে
রণরঙ্গিণী রূপ তব

রন্ধন পটিয়সিনী কৃষ্ণা বাঁধেন
রব না কৈলাশপুরে আই অ্যাম
রবে না বৈকালী ঝড় সন্ধ্যায়
রস-ঘন-শ্যাম-কল্যাণ-সুন্দর
রসুল নামের ফুল এনেছি রে
রসিক জ্যোতিষী করেছে গণনা

রহি রহি কেন আজো সেই মুখ মনে পড়ে
রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে
রাই জাগো রাগো জাগো বলে
রাই বিনোদিনী দোলো ঝুলন দোলায়
রাক্ষস নিশাচর, রাবণি মেঘনাদ
রাখ এ মিনতি ত্রিভুবন
রাখ রাখ রাঙা পায় হে শ্যামরায় 
রাখাল রাজা! কি সাজে সাজালে
রাখিস্‌নে ধরিয়া মোরে
রাঙা জবার বায়না ধ'রে
রাঙা দিদিরে, লাল টুকটুকে বৌ

রাঙা পির্‌হান প'রে শিশু নবী খেলেন পথে
রাঙা মাটির পথে লো মাদল বাজে, বাজে বাঁশের বাঁশি
রাজা কংস মথুরাতে করে অত্যাচার
রাজা সূচি কর মন
রাজার দুলাল! রাজপুত্র! বন্ধু

রাত্রি-শেষের যাত্রী আমি যাই চ’লে যাই একা
রাধাকৃষ্ণ নামের মালা
রাধা-তুলসী প্রেম-পিয়াসি
রাধা শ্যাম-কিশোর প্রিয়তম
রাধা শ্যাম কিশোর প্রিয়তম কৃষ্ণগোপাল
রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম
রাধাকে শ্যাম আঁধার

রাধে তোর খাঁটি প্রেমের ভালোবাসা
রাম ছাগলে ও খোদার খাসিতে
রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে
রামধনুকের দেশে প্রিয়
রাস-মঞ্চে দোল-দোল লাগে রে
রাস-মঞ্চোপরি দোলে মুরালীধারী
রিক্ত করিয়া ভিখারি করিলে
রিনিকি ঝিনিকি ঝিনিরিনি রিনি
রিনিকি রিনি ঝিনি বাজিছে কিঙ্কিণী
রিম্‌ ঝিম্‌ রিম‌ ঝিম্‌ ঝিম্‌ ঘন দেয়া বরষে
রিম্ ঝিম্ রিম্ রিম্ ঝরে শাওন ধারা
রিম্ ঝিম্ রিম্ ঝিম্ বরষা এলো
রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়
রিমিঝিমি রিমিঝিমি বারিধারা
রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ নূপুর বোলে
রুম্ ঝুম্ ঝুম্ বাদল নূপুর বোলে বোলে
রুম ঝুম বাদল আজি বরষে
রুম্‌ ঝুম্‌ রুম্‌ ঝুম্‌ কে এলে নূপুর পায়
রুম্‌ ঝুম্‌ ঝুম্‌ ঝুম্‌ রুম ঝুম্‌ ঝুম্‌ খেজুর
রুম্‌ ঝুম্‌ রুম ঝুম্‌ কে বাজায় জল-ঝুম্‌ঝুমি
রুমঝুম্‌ রুমঝুম্‌ রুমঝুম্‌ (প্রিয় আসিল রে)
রুমু রুম্‌ঝু্ম্ জল-নূপুর বাজায়ে কে

রুমু রুমু ঝুমু রুমু ঝুমু বাজে নূপুর
রূপ নয় গো, এ যে রূপের শিখা
রূপের কুমার জাগো
রূপের দীপাল-উৎসবে আমি দেখেছি
রূপের পেখম খুলে ময়ূরীর প্রায়
রে অবোধ শূন্য শুধু

রে দুর্মতিগণ তোদের কেন এ দুর্ঘটন
রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে
রেশমি চুড়ির শিঞ্জিনীতে
রেশমি রুমালে কবরী বাঁধি
রোজ হাশরে আল্লা আমার ক'রো না বিচার
রোদনে তোর বোধন বাজে

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।