দ ( বর্ণানুক্রমিক সূচি )
দক্ষিণ দুয়ারে সবে হলো অচেতন
দক্ষিণ সমীরণ সাথে বাজো বেণুকা
দড়াদড়ির লাগবে গিঁঠ
দয়া ক'রে দয়াময়ী ফাঁসিয়ে দে এই ভুঁড়ি
দরিয়ায় ঘোর তুফান (পার কর নাইয়া)
দাও আরো আরো দাও সুরা
দাও দখিনা, দাও গো বিদায়, কারবালাতে যায়
দাও দাও দরশন পদ্ম-পলাশ-লোচন
দাও দেখা দাও দেখা
দাও শক্তি প্রেম ভক্তি
দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ
দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী
দাঁতাল হাতি মেরেছেন রাজা শব্দভেদি বাণে
দাদা বলতো কিসের ভাবনা
দারুণ পিপাসায় মায়া মরীচিকায়
দাসী হতে চাই না আমি
দিও এই বর
দিও ফুলদল বিছায়ে
দিও বর হে মোর স্বামী
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
দিতে এলে ফুল হে প্রিয়
দিন গেল, কই দীনের বন্ধু
দিন গেল মোর মায়ায় ভুলে
দিন যবে হ'ল অবসান
দিনগুলি মোর পদ্মেরই দল
দিনের সকল কাজের মাঝে
দিল দোলা ওগো দিল দোলা
দিল্লী সে দুলাহানা লায়ারে আয় বাবুজি
দীন দরিদ্র কাঙালের তরে
দীনের হতে দীন দুঃখী
দীপ নিভিয়াছে ঝড়ে
দীপক-মালা গাঁথ গাঁথ সই
দু'হাতে ফুল ছড়ায়ে
দুঃখ অভাব শোক দিয়াছ হে নাথ
দুঃখ কি ভাই হারানো সুদিন
দুঃখ -ক্লেশ-শোক-পাপ-তাপ-শত
দুঃখ সাগর মন্থন শেষ
দুখের কথা শুনাই কারে
দুখের সাথী গেলি চলে
দুখের সাহারা পার হয়ে
দুধে আলতায় রঙ যেন তার
দুপুর বেলাতে একলা পথে
দুরন্ত দুর্মদ প্রাণ অফুরাণ
দুরন্ত বায়ু পূববইয়াঁ
দুর্গতি -নাশিনী আমার
দুর্গম গিরি কান্তার মরু
দুর্গম দূর পথে চল্ যাত্রী
দুর্জয় অভিমান ত্যজ ত্যজ রাধে
দুলবি কে আয় মেঘের দোলায়
দুলে আলো শতদল
দুলে চরাচর হিন্দোল-দোল
দুষ্টু ছেলের গান
দূর আজানের মধুর ধ্বনি বাজে
দূর আরবের স্বপন দেখি
দূর দ্বীপবাসিনী চিনি তোমারে চিনি
দূর প্রবাসে প্রাণ কাঁদে
দূর বনান্তের পথ ভুলি
দূর বেণুকুঞ্জে বাজে মুরালী
দৃষ্টিতে আর হয় না সৃষ্টি
দে গরুর গা ধুইয়ে
দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত
দে দোল্ দে দোল্ ওরে দে দোল্ দে দোল্
দেখ দেখ ভ্রাতাগণ, অদৃষ্টের কি দুর্ঘটন
দেখ দেখ সখি, ফুটেছে ফুল, ফুটেছে ফুল
দেখ, নয়ন মেলে, কর্মের অনুরূপ ফল তোর এখন
দেখলে তোমায় বাসতে ভালো হয়
দেখা দাও দেখা দাও ওগো
দেখা হবে প্রিয় পরজনমে
দেখি লো তোর হাত দেখি
দেখে যা রে দুল্হা সাজে
দেখে যা রে রুদ্রাণী মা
দেখো সখি করিঘাট মে
দেখোরি মেরো গোপাল
দেব আর্শীবাদ- লহ সতী পুণ্যবতী
দেব না আর যেতে
দেবতা কোথায় স্বর্গের পানে চাহি
দেবতা গো দ্বার খোলো
দেবযানীর মন প্রথম প্রীতির কলি জাগে
দেবরাজের রাজসভায় ইন্দ্র পুরে
দেবী তোমার চরণ কমল
দেশ গৌড়-বিজয়ে দেবরাজ
দেশ দেশ গণ্ডিত করি
দেশপ্রিয় নাই শুনি ক্রন্দন
দেশে দেশে গেয়ে বেড়াই তোমোর নামের গান
দোপাটি লো, লো করবী
দোল ফাগুনের দোল লেগেছে (আজি দোল)
দোলন চাঁপা বনে দোলে
দোলা লাগিল দখিনার বনে বনে
দোলে ঝুলন দোলায় (ঝুলন দোলায় দোলে)
দোলে নিতি নব রূপের (বহে নিতি নব)
দোলে প্রাণের কোলে
দোলে বন-তমালের ঝুলনাতে
দোষ দিও না প্রবীণ জ্ঞানী
দোহাই তোদের! এবার তোরা সত্যি করে
দ্যাখো হিন্দুস্থান সাহেব মেমের
দ্বারকায় সাগর তীর হতে সই
দ্বিজবর, অতিথি নারায়ণ তাই মোরা জানি
দ্বীনের নবীজী শোনায় একাকী