ন ( বর্ণানুক্রমিক সূচি )
ন ছোড়ো গারি দুঙ্গা ভরণে
নওল কিশোর শ্যামল এলো
নওল শ্যাম তনু গোরীর পরশে
নখ-দন্ত-বিহীন চাকুরী অধীন
নতুন করে রে জাওয়ান জিন্নত সাজায়
নতুন খেজুর রস (এনেছি নতুন খেজুর রস)
নতুন চাঁদের তকবির শোন্ (কোরবানি দে তোরা)
নতুন নেশায় আমার এ মদ
নতুন পাতার নূপুর বাজে
নদী এই মিনতি তোমার কাছে
নদীর নাম সই অঞ্জনা
নদীর স্রোতে মালার কুসুম
নন্দকুমার বিনে সই (মোর নন্দকুমার বিনে)
নন্দ-দুলাল নাচে,নাচে রে (ব্রজের গোপাল নাচে)
নন্দ-দুলাল পিয়াল-তমাল বনচারী
নন্দন বন হতে কি গো
নন্দলোক হতে (আনন্দলোক)আমি এনেছি
নব কিশলয় শ্যামা তনু ঢল ঢল
নব- কিশোলয় রাঙা শয্যা পাতিয়া
নব দুর্বাদল-শ্যাম জপ মন নাম
নব নীরদ ঘনশ্যাম হে
নবনীত সুকোমল লাবনি তব শ্যাম
নবীন আশা জাগল যে রে আজ
নবীন বসন্ত যে যায়
নবীন বসন্তের রানী তুমি
নবীর মাঝে রবির সম
নমঃ নমঃ নমো বাঙলাদেশ মম
নমঃ মাগো বিষহরি, মা গো মনসা
নমঃ মাগো বিষহরি, মাগো মুনসা
নমস্তে বীণা পুস্তক হস্তে দেবী
নমি গোকুল-গোপাল গোবিন্দ
নমো নটনাথ! এ নাট -দেউলে
নমো নমঃ রাম-খুঁটি
নমো নমো নমঃ হিম-গিরি-সূতা
নমো নমো নমো নমঃ হে নটনাথ
নমো নারায়ণ অনন্ত লীলা নমো (শ্রীকৃষ্ণ)
নমো যাদব নমো মাধব নমো
নমো হে নমো যন্ত্রপাতি
নয় বনহরিণী, তব মন হরণী, তব মনোমোহিনী
নয়ন ভরা জল গো তোমার
নয়ন ভরিয়া দেখিলাম রূপ
নয়ন মুদিল কুমুদিনী হায়
নয়ন যে মোর বারণ মানে না
নয়না গাঁয়ের নয়নমণি সে যে রূপের রানী
নয়নান কে তারে মারে
নয়নে ঘনাও মেঘ,মালবিকা
নয়নে তোমার ভীরু মাধুরীর মায়া
নয়নে নিদ্ নাহি
নয়নের মণি আমার পিয়ারা
নহ কলঙ্কিনী নহ কলঙ্কিনী
নহ কলঙ্কিনী নহ কলঙ্কিনী নীল যমুনায়
নহে নহে প্রিয় এ নয় আঁখি-জল
না, না, না, স্বামীর শাসন মানবো না
না মিটিতে মনোসাধ
না মিটিতে সাধ মোর নিশি পোহায়
না-ই পরিলে নোটন খোঁপায়
নাই চিনিলে আমায় তুমি
নাই বা পেলাম আমার
নাই হল মা বসন ভূষণ
নাইতে এসে ভাটির স্রোতে
নাইয়া কর পার
নাইয়া! ধীরে চালাও তরণী
নাকে নথ দুলাইয়া চলে
নাগনাগিনীর খেলা দেখাই, আমি বেদের মেয়ে
নাচত নন্দ দুলাল
নাচন লাগে ঐ তরুলতায়
নাচিছে নটনাথ, শঙ্কর মহাকাল
নাচিছে মোট্কা নাচে পিলে-পটকা
নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল
নাচে ঐ আনন্দে নন্দ-দুলাল
নাচে গৌরী দিবা হিম-গির-দুহিতা
নাচে তেওয়াড়ী চৌবেজী দৌবে পাঁড়ে
নাচে নটরাজ, মহাকাল
নাচে নন্দ-দুলাল নদীতরঙ্গে
নাচে নাচে রে মোর কালো মেয়ে
নাচে ভূঁড়ি ভান্ডারী
নাচে মাড়োবার বালা
নাচে যশোদাকে আঙনামে শিশু
নাচে শ্যাম সুন্দর গোপাল নটবর
নাচে সুনীল দরিয়া
নাচের নেশার ঘোর লেগেছে
নাচো বনমালী করতালি দিয়া
নাচো শ্যাম-নটবর কিশোর-মুরালীধর
নাজো নামকে প্যলে ব্যয়ঠে ক্যা হো
নাটুয়া ঠমকে যায় রহিয়া রহিয়া চায়
নাথ সহজ কর লঘু
নাম জপের গুণে ফল্ল ফসল
নাম মোহাম্মদ বোল্ রে মন
নাম-হারা ঐ গাঙের পারে
নামাজ পড় রোজা রাখ, কল্মা পড় ভাই
নামাজ রোজা হজ্ জাকাতের
নামাজী, তোর নামাজ হলো রে ভুল
নামিল বাদল! রুমু রুমু ঝুমু
নারায়ণ! নারায়ণ!
নারায়ণী উমা খেলে হেসে হেসে
নার্গিস বাগ মে বাহার কি আগ্মে
নাহি কেহ আমার ব্যথার সাথী
নাহি ভয় নাহি ভয়
নিউমোনিয়ায় ভুগে ভুগে
নিকুম্ভিলা যজ্ঞ করি আসিয়াছিল রয়ে
নিখিল ঘুমে অচেতন
নিঝুমে নিদ্রা যায় রে মধুমালা
নিঠুর কপট সন্ন্যাসী
নিতি নিতি মোরে ডাকে (নিশি নিশি মোরে
নিত্য শুদ্ধ কল্যাণরূপে
নিদাঘের খরতাপে ক্লান্ত এ ধরণী
নিপীড়িতা পৃথিবী ডাকে
নিপীড়িতা পৃথিবীকে করো করো ত্রাণ
নিম ফুলের মউ পিয়ে
নিয়ে কাদা মাটির তাল
নিয়ে ষণ্ডামার্কা গিন্নী (দে গরুর গা ধুইয়ে)
নিরজন ফুল বন, এসো প্রিয়া
নিরালা কানন-পথে কে তুমি
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
নিরুদ্দেশের পথে যেদিন
নিশি ও প্রভাতে মিলন লগন
নিশি কাজল শ্যামা
নিশি না পোহাতে যেয়ো না
নিশি নিঝুম ঘুম নাহি আসে
নিশিদিন জপে খোদা
নিশি-দিন তব ডাক শুনিয়াছি মনে
নিশি-পবন নিশি-পবন
নিশি ভোর হল জাগিয়া
নিশি ভোরে অশান্ত ধারায়
নিশি ভোরের বেলা
নিশি রাতে রিম্ ঝিম্ ঝিম্ বাদল নূপুর
নিশির নিশুতি যেন হিয়ার ভিতরে গো
নিশির পাহারা ভেঙে চোর এসেছে
নিশীথ জাগিয়া সে কি মোর গান শোনে
নিশীথ নিশীথ জাগি
নিশীথ রাতে ডাক্লে আমায়
নিশীথ রাতে নীরবে
নিশীথ স্বপন তোর
নিশীথ হয়ে আসে ভোর
নিশুতি রাতের শশী গো
নী-আ-চুনা বেতু অ্যায় বেহেশ্তী রোয় মশগুলাম
নীপ-শাখে বাঁধো ঝুলনিয়া
নীরন্ধ্র মেঘে মেঘে অন্ধ গগন
নীরব সন্ধ্যা, নীরব দেবতা
নীল আকাশের কোলে শুয়ে
নীল কবুতর লয়ে নবীর দুলালী মেয়ে
নীল বাঁদরে, বাঙলা মায়ের কন্যা হরণ করেছে
নীল যমুনা সলিল কান্তি (কালো কালিন্দী)
নীল যমুনার কদম তলে বাঁশি বাজে গো
নীল সরসীর জলে চতুর্দশীর চাঁদ
নীল হরি এসো নীলে
নীলবর্ণা নীলোৎপল-নয়না
নীলাম্বরী শাড়ি পরি' নীল যমুনায় কে যায়
নুমো নুমো মা মুনসা চুরণে তুমার
নূপুর মধুর রুনুঝুনু বোলে
নূরজাহান! নূরজাহান!
নূরের দরিয়ায় সিনান করিয়া
নৃত্যকালী শঙ্কর সঙ্গে নাচে
নৃত্যময়ী নৃত্যকালী নিত্য নাচে
নেগাবান হও রহমান আজি আমার আসরে
নেহি তোড়ো ইয়ে ফুলোঁ কি ডালি
নেহি তোড়োরে সরকারি নেবুয়া