ভাবসন্ধান-২
ভাবসন্ধানযুক্ত নজরুল সঙ্গীতের বর্ণানুক্রমিক তালিকা
প্রথম পাতা। দ্বিতীয় পাতা। তৃতীয় পাতা। চতুর্থ পাতা। পঞ্চম পাতা
- এসো শারদ প্রাতের পথিক
- এসো হে সজল শ্যাম-ঘন দেয়া
- ঐ ঘর ভোলানো সুরে
- ঐ ঘাসের ফুলে
- ঐ নীল গগনের নয়ন-পাতায়
- ঐ সর্ষে ফুলে লুটালো কার
- ও কে চলিছে বনপথে একা
- ও কে মুঠি মুঠি আবির কাননে ছড়ায়
- ও ভাই খাঁটি সোনার চেয়ে ( আমার দেশের মাটি)
- ও মা ত্রিনয়নী! সেই চোখ দে
- ও মেঘের দেশের মেয়ে
- ওগো অন্তর্যামী ভক্তের তব
- ওগো এলে কি শ্যামল পিয়া (এলে কি)
- ওগো চৈতী রাতের চাঁদ যেয়ো না
- ওরে শুভ্রবসনা রজনীগন্ধা
- ওরে সাদা মেঘ ! তোর পাখা নাই
- কঠিন ধরায় ফোটাতে ফসল-ফুল
- কত ফুল তুমি পথে ফেলে দাও
- কদম কেশর পড়ল ঝরি
- কানন গিরি সিন্ধুপার
- কার অনুরাগে শ্রী-মুখ উজ্জ্বল
- কার ঝর ঝর বর্ষণ বাণী ( ঝর ঝর বর্ষণ বাণী)
- কারার ঐ লৌহকপাট
- কুঁচবরণ কন্যা রে তার
- কানন গিরি সিন্ধুপার
- কার অনুরাগে শ্রী-মুখ উজ্জ্বল
- কার ঝর ঝর বর্ষণ বাণী ( ঝর ঝর বর্ষণ বাণী)
- কারার ঐ লৌহকপাট
- কুঁচবরণ কন্যা রে তার
- কুসুম সুকুমার শ্যামল তনু
- কুহু কুহু কুহু বলে মহুয়া বনে
- কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া
- কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি-কর্ণে
- কৃষ্ণা নিশীথ নাচে
- কেন আসিলে ভালোবাসিলে
- কেন করুণ সুরে হৃদয়পুরে বাজিছে বাঁশরি
- কেন চাঁদিনী রাতে মেঘ আসে ছায়া করে
- কেন মনোবনে মালতী বল্লরী দোলে
- কোন্ বন হতে করেছ চুরি হরিণ-আঁখি
- ক্ষ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়
- খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে
- খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
- খেলে চঞ্চলা বরষা-বালিকা
- খোদা এই গরীবের শোন শোন মোনাজাত
- গগনে খেলায় সাপ বরষা-বেদেনী
- গগনে পবনে আজি ছড়িয়ে গেছে রঙ
- গগনে সঘন চমকিছে দামিনী
- গরজে গম্ভীর গগনে কম্বু
- গুণ্ঠন খোলো পারুল মঞ্জরি
- ঘন গগন ঘিরিল ঘন ঘোর
- ঘন দেয়া গরজায় গো
- ঘুমাও ঘুমাও দেখিতে এসেছি
- ঘুমায়েছে ফুল পথের ধূলায়
- ঘোমটা-পরা কাদের ঘরের
- ঘোর ঘনঘটা ছাইল গগন
- চঞ্চল মলয় হাওয়া শোন শোন
- চঞ্চল শ্যামল এলো গগনে
- চন্দ্রমল্লিকা,চন্দ্রমল্লিকা (চাঁদের দেশের)
- চপল আঁখির ভাষায়
- চম্কে চপলা মেঘে মগন গগন
- চম্পা বনে বেণু বাজে
- চলে ঐ আনন্দে ঝর্না রানী
- চলে কুস্মী শাড়ি পরি বসন্তের পরী
- চাঁদিনী রাতে মল্লিকা লতা
- চাঁদের নেশা লেগে ঢুলে
- চাঁদের পিয়ালাতে আজি
- চাঁপা রঙের শাড়ি আমার
- চুম্বক পাথর হায় লোহারে দেয় গালি
- চৈতালি চাঁদিনী রাতে
- চৈত্র পূর্ণিমা রাত্রি
- ছড়ায়ে বৃষ্টির বেলফুল
- ছন্দের বন্যা হরিণী অরণ্যা
- ছয় লতিফার ঊর্দ্ধে আমার
- জয় আনন্দ-ভৈরব
- জয় ভূতনাথ হে দেব প্রলঙ্কর
- জয় হরপ্রিয়া শিবরঞ্জনী
- জয় হোক জয় হোক
- জাগো অনশন বন্দী ওঠ রে যত
- জাগো অমৃত-পিয়াসি-চিত আত্মা-অনিরুদ্ধ
- জাগো অরুণ-ভৈরব জাগো হে
- জাগো জাগো পোহালো রাতি
- জাগো বনলক্ষ্মী! জোছনা বিগলিত
- জাগো বিরাট ভৈরব যোগ সমাধি মগ্ন
- জাগো মালবিকা! জাগো মালবিকা
- জাগো হে রুদ্র, জাগো রুদ্রাণী
- জোছনা-হসিত মাধবী নিশি আজ
- ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে
- ঝড়ের বাঁশিতে কে গেলে ডেকে
- ঝর ঝর ঝরে শাওন ধারা
- ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া
- ঝরে ঝর ঝর কোন্ গভীর গোপন
- ঝরে বারি গগনে ঝুরু ঝুরু
- ঝর্ঝর নির্ঝর ধারা বহে ,পাহাড়ি পথে
- ঝিলের জলে কে ভাসালো
- ঝিল্লী নূপুর বাজে
- তব মাধবী লীলায় কর (মাধবী লীলায় কর)
- তব মুখখানি খুঁজিয়া ফিরি গো
- তরুণ অশান্ত কে বিরহী
- তরুণ-তমাল-বরণ এসো শ্যামল
- তুমি আমার সকাল বেলার সুর
- তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে
- তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
- তৃষিত আকাশ কাঁপে রে
- তোমার বিনা-তারের গীতি